একুশবিডি24ডটকম । স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় এসে স্বাস্থ্যসেবাসহ দেশের প্রতিটি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছে।
শুক্রবার দুপুরে জেলার বাবুগঞ্জ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বরিশাল-৩ বাবুগঞ্জ-মুলাদী আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি।
বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এম এ মহী প্রমুখ।
মোহাম্মদ নাসিম আরো বলেন, ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম শুরু করেছিলেন। কিন্তু বিএনপি-জামায়াত জোট সরকার ২০০১ সালে ক্ষমতায় এসে তা বন্ধ করে দেয়। ২০০৯ সালে আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ ও ১৪-দলীয় জোট আবার ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম চালু করেন।
মন্ত্রী নাসিম বলেন, স্বাস্থ্য সেবার উন্নতির জন্য ১০ হাজার নার্স নিয়োগ দিয়েছি। দুই বছর আগে নিয়োগ করা হয়েছিল ৬ হাজার চিকিৎসক। যার ধারাবাহিকতায় বরিশালের বাবুগঞ্জের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৮ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করা এবং উত্তর বাহেরচরে ৪ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে ১০ শয্যার হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
মন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ হলে দক্ষিণাঞ্চল হবে দ্বিতীয় সিঙ্গাপুর।
অনুষ্ঠানে বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের জন্য ভোট দিতে হবে। উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে তিনি এই আহ্বান জানান । সূত্র : বাসস
