মুন্সীগঞ্জ, ৪ ফেব্রুয়ারি, ২০১৭ : চাঁদপুরের হাইমচরে একটি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের দিয়ে বানানো মানব সেতুতে হাঁটা উপজেলা চেয়ারম্যান নুর হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ টঙ্গীবাড়িতে তুলকাই সেতুর উদ্বোধনকালে সাংবাদিকদের একথা জানিয়ে আরো বলেন, শুধু তাই নয় নুর হোসেনের বিরুদ্ধে দলীয় এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি, জেলা প্রশাসক সায়লা ফারজানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সেতুমন্ত্রী বলেন, অন্যায় করে কেউ পার পাবে না, সে আওয়ামী লীগের যতো বড় নেতাই হোক। সার্চ কমিটি নিয়ে বিএনপির বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির নেতারা একে অপরকেই বিশ্বাস করে না। তাই তাদের সম্পর্কে মন্তব্য না করাই শ্রেয়।

জনতার ঘড়ে কদম রাখার অপরাধে দল থেকে বহিষ্কার হলেন হাইমচর উপজেলা চেয়ারম্যান