Friday , October 30 2020
Breaking News
Home / সারাদেশ / ময়মনসিংহ / গ্রামবাসীর হামলায় ময়মনসিংহে ৩ বিজিবি আহত
bgb

গ্রামবাসীর হামলায় ময়মনসিংহে ৩ বিজিবি আহত

bgbময়মনসিংহ ২৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুল ইসলাম খান জানান, মঙ্গলবার উপজেলার গাজির ভিটা ইউনিয়নের সূর্যপুর ক্যাম্প সংলগ্ন ১১২৮ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- হাবিলদার উজ্জ্বল মিয়া (২৭), সিপাহি রুইতি মারমা (২৯) ও রতন মিয়া (২৯)।
তাদের মধ্যে রতন ছাড়া অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন হালুয়াঘাট থানার ওসি কামরুল ইসলাম মিয়া।
ব্যাটালিয়নের অধিনায়ক হাফিজুল বলেন, ১১২৮ নম্বর পিলারের কাছ থেকে সীমান্তের ওপারে বিএসএফের দিকে ঢিল ছোড়ার অভিযোগ পেয়ে সেখান যায় চার বিজিবি সদস্য।
“পিলারের পাশে চার যুবককে বসে থাকতে দেখে ইট নিক্ষেপের কথা জানতে চাইলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে একজনকে আটক করে বিজিবি।
“এর মধ্যে হাফিজ নামে এক যুবক মসজিদের মাইকে ঘোষণা দেয়- বিজিবি সদস্যরা স্থানীয় হযরত আলীকে আটক করে মারধর করছে। এর পরপর গ্রামবাসী লাঠসোঁটা নিয়ে বিজিবির ওপর হামলা করে।”
বিজিবির হাতে আটক ওই যুবককেও গ্রামবাসী ছিনিয়ে নিয়ে গেছে জানিয়ে এই বিজিবি কর্মকর্তা বলেন, তারা এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।

Check Also

road accident

সিংড়ায় ট্রাক দুর্ঘটনায় দুই আ.লীগ নেতা নিহত

একুশবিডি24ডটকম। নাটোরের সিংড়ায় ট্রাকের নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী দুই আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *